হজ করে শাঁখা-সিঁদুর পরলেন রাখি, গেলেন পূজামণ্ডপেও

রাখি

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সবসময় আলোচনায় থাকেন নানা খবরে। চলতি বছরের শুরুতেই আদিল খান দুরানিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। রাখি নাম বদলে হয়ে যান ফাতিমা। এবার তাকে দেখা গেল শাঁখা-সিঁদুর পরে রানি মুখার্জির পূজামণ্ডপে।

রাখি

স্বামীর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ করেন রাখি সাওয়ান্ত। পরে জেলে যেতে হয় আদিল দুরানিকে। বিবাহবিচ্ছেদের মামলা চলছে রাখি-আদিলের। তবে স্বামীকে ছাড়লেও, স্বামীর ধর্মকে আপন করে নিয়েছেন তিনি।
বোরকা পরতেও দেখা যায় তাকে। চলতি বছর মক্কা-মদিনা যান ওমরাহ পালন করতে। এবার দুর্গাপূজায় ফের ভোল পাল্টালেন রাখি। শাঁখা-সিঁদুর পরে দেখা গেল রানি মুখার্জির বাড়ির পূজামণ্ডপে।

রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুরানিকে এই বছরের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল। তাকে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।

কুকুরকে আক্রমন করলো দানবআকৃতির এক পাইথন, তারপর যা ঘটলো

অভিনেত্রী আরও দাবি করেন, শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন তিনি। আদিল জেল থেকে বেরিয়ে আসার পর, একটি নিউজ পোর্টালে রাখির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন।