বিনোদন ডেস্ক : বলিউডের কিং খান শাহরুখ খানের তারকাখ্যাতি শুধু ভারতে নয়, সারা বিশ্বে বলিউডপ্রেমীদের মাঝে রাজত্ব করছেন। তিন দশকেরও বেশি সময় ধরে চলা তার রাজত্বের উত্তরাধিকার এবার দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খানের ওপর যাচ্ছে।
সুহানা ইতিমধ্যেই ‘দ্য আর্চিস’ এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছেন। অন্যদিকে আরিয়ান খান বর্তমানে পরিচালক হিসেবে কাজ শুরু করছেন। আসছে তার পরিচালনায় প্রথম ছবি ‘দ্য ব্যাডস অফ বলিউড’। এরই মধ্যে সোমবার (৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের নেটফ্লিক্স ইভেন্টে ছেলে আরিয়ানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর উদ্বোধন করেছেন শাহরুখ।
এদিন ছেলে আরিয়ানের প্রথম প্রজেক্টের ঘোষণায় একটি মজাদার গল্প ভাগ করে নেন। শাহরুখ বলেন, ‘আরিয়ান ও সুহানা যখন বড় হচ্ছিল, তখন আমার বন্ধুরা বাড়িতে আসত। করণ (জোহর), আদি (আদিত্য চোপড়া), হৃতিকের (রোশন) মতো অভিনেতারা আসতেন। যখন তারা এই সমস্ত লোককে বাড়িতে দেখত, আমাকে জিজ্ঞাসা করত, বিশ্বের সবাই কি টিভিতে অভিনয় করে? কারণ এদেরকে ওরা টিভিতেই দেখত। এমন একটা পরিবেশে ওরা বড় হয়েছে।’
সিনেমার জগতে যেন তার সন্তানদের ভালোবাসা দেওয়া হয় সেজন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কাছে শাহরুখ বিনীতভাবে অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ করছি— আমার ছেলে, যে পরিচালনায় প্রথম পদক্ষেপ নিচ্ছে এবং আমার মেয়ে, যে অভিনেত্রী হচ্ছে, তারা যদি আমাকে দেওয়া ভালোবাসার ৫০ শতাংশও পায়, তাহলেই যথেষ্ট।’
উল্লেখ্য, গত নভেম্বরে আরিয়ান খান পরিচালিত নেটফ্লিক্স ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজের ঘোষণা করেছিল। জানা গেছে, ৬ পর্বের এই সিরিজে সালমন খান, শাহরুখ, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলকে দেখা যাবে। আরিয়ান গত বছরের মে মাসে তার সিরিজের শুটিং শেষ করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।