সাতদিন ব্যাটারি ব্যাকআপ দেবে নয়েজফিটের হালো ওয়াচ

নয়েজফিটের হালো ওয়াচ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভারতের বাজারে ওয়্যারেবল সেগমেন্টে নয়েজফিট চালু করেছে নয়েজ। বর্তমানে ব্যান্ডটি নয়েজফিট হালো নামের নতুন স্মার্টওয়াচ বাজারজাত শুরু করেছে। এতে কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে এবং এর মূল্য ৫ হাজার রুপির নিচে। এর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো একবারের চার্জে ডিভাইসটি সাতদিন ব্যাকআপ দেবে। খবর গিজমোচায়না।

নয়েজফিটের হালো ওয়াচ

বোট, রিয়েলমি, শাওমি, ওয়ানপ্লাস, ডিজোসহ বাজারে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করছে নয়েজফিট। নয়েজফিট হালো স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ৪৬৬×৪৬৬ পিক্সেল। এতে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার রয়েছে। ব্যবহারকারী স্ক্রিনে হাত রাখার মাধ্যমে ডিসপ্লে বন্ধ করতে এবং একবার ট্যাপ করার মাধ্যমে চালু করতে পারবে।

স্মার্টওয়াচটিতে প্রিমিয়াম মেটাল ইউনিবডির সঙ্গে ডান পাশে দুটি ফিজিক্যাল বাটন দেয়া হয়েছে। স্মার্টওয়াচটিতে আইপি৬৮ সার্টিফিকেশন রয়েছে, যা নিত্যদিনের ব্যবহারে ধুলাবালি ও পানি থেকে সুরক্ষা দেবে। স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে নয়েজফিট হালোতে হার্টরেট মনিটর, এসপিও২ সেন্সর, স্লিপ ট্র্যাকার, স্টেপ কাউন্টার ও ব্রিদিং সেশন ফিচার রয়েছে। এটি অনেকটা মেডিটেশনের মতো। এছাড়া ডিভাইসে একাধিক স্পোর্টস মোডও রয়েছে।

নয়েজফিট হালোতে ট্রুসিংক ফিচার রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সংযোগ স্থাপন করা যাবে। এছাড়া কম শক্তি ব্যয় করায় সরাসরি স্মার্টওয়াচ থেকে ব্লুটুথ কলিংও করা যাবে। এতে বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন দেখা, আবহাওয়ার তথ্যসহ বিভিন্ন বিষয় দেখা যাবে। একবারের চার্জে ওয়্যারেবল ডিভাইসটি সাতদিন পর্যন্ত ব্যাকআপ দেবে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

নয়েজফিট হালোর বাজারমূল্য ৩ হাজার ৯৯৯ রূপি। আজ থেকে অ্যামাজন ও নয়েজের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ছয় রঙের স্মার্টওয়াচটি কেনা যাবে। স্মার্টওয়াচটির সঙ্গে চামড়া, টেক্সারড সিলিকন ও স্ট্যান্ডার্ড সিলিকন স্ট্র্যাপ পাওয়া যাবে।

আরও বেশি আয় করার সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিল টিকটক