আন্তর্জাতিক ডেস্ক : চাষের সময় নজরে পড়ায় সেটিকে তুলে বাড়িতে এনেছিলেন এক কৃষক। পরে জানতে পারলেন কী অতিবিরল প্রাণি তাঁর হাতে এসেছে! চাষের কাজ করছিলেন ক্ষেতে।
সেই সময় তাঁর জমিতে একটি হলুদ রঙের প্রাণিকে ঘুরতে দেখেন তিনি। কাছে যেতে বুঝতে পারেন ওটা একটা কচ্ছপ। এমন হলুদ বরণ কচ্ছপ তিনি আগে কখনও দেখেননি। তাই সেটিকে তুলে নিয়ে আসেন বাড়িতে।
পরে খবর দেন বন দফতরে। বন দফতরের কর্মীরা ওই কৃষকের বাড়িতে এসে কচ্ছপটিকে দেখে তাজ্জব হয়ে যান। এ কচ্ছপের কথা তাঁরা শুনেছেন, কিন্তু দেখা হয়নি।
ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরের সুজানপুর গ্রামে। বন দফতর জানাচ্ছে এ কচ্ছপ অতিবিরল প্রজাতির কচ্ছপের মধ্যে পড়ে। এমন কচ্ছপ দেখাই যায়না।
দঙ্গলের ছোট্ট ববিতা আজ পুরুষের ক্রাশ, টেক্কা দিচ্ছেন অভিনেত্রীদেরও
বন দফতরের এক প্রবীণ আধিকারিক সুশান্ত নন্দ-র দাবি এটা অ্যালবিনো প্রজাতির মধ্যে পড়ে। বেশ কয়েক বছর আগে সিন্ধ প্রদেশে এমন এক কচ্ছপের দেখা মিলেছিল। কচ্ছপটিকে ওই কৃষকের কাছ থেকে উদ্ধার করে নিয়ে গেছেন বন কর্মীরা। কচ্ছপটির সবচেয়ে বড় বিশেষত্ব তার হলুদ রং ও গোলাপি চোখ। যা দেখেই বন আধিকারিকের ধারণা এটি অ্যালবিনো প্রজাতির কচ্ছপ। যা বিশ্বে অতিবিরল প্রজাতির কচ্ছপের মধ্যে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।