আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় হামাস উপপ্রধান সালেহ আরৌরির মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে তেল আবিবের বিরুদ্ধে কড় জবাব হুঁশিয়ারি দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল বুধবার গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহ বলেন, ‘যদি শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে, তাহলে কোনোরকম সংযম না দেখিয়ে, কোনো নিয়ম না মেনে, কোনো বিধিনিষেধ না মেনে, সীমাহীনভাবে যুদ্ধ করব।’
মঙ্গলবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ে কার্যালয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান হামাসের উপপ্রধান সালেহ আল–আরোরি। ইসরায়েলের সঙ্গে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর তিনি হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।
আরৌরি ছিলেন হামাস ওহিজবুল্লাহের মধ্যে যোগাযোগের সেতু। নাসরাল্লাহ জানিয়েছেন, ‘আরৌরির মৃত্যু একটা ভয়ংকর অপরাধ যা নিয়ে আমরা চুপ থাকতে পারি না।। আমরা যুদ্ধকে ভয় পাই না।’
গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবানেন উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ১০০ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।