আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলের কৌশল পরিবর্তনে হামাস পরাজিত হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি)।
বুধবার (৩ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল উত্তর গাজা থেকে পাঁচটি ব্রিগেড প্রত্যাহার করেছে। এটি ফিলিস্তিনে তাদের যুদ্ধের নতুন পর্বের ইঙ্গিত বহন করে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক থিঙ্ক ট্যাঙ্কের মতে, এর মাধ্যমে ইসরাইল গাজায় তাদের মূল অভিযান শেষ করেছে। এখন যুক্তকে সমাপ্তিতে নিতে তারা ইসরাইলিদেরকেও যুক্ত করতে পারে। তবে তারা এই যুদ্ধে হামাসকে পরাজিত করতে পারেনি। ধ্বংস করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। ইসরাইলি কৌশল পরিবর্তনের কারণে হামাসও তাদের সামরিক সক্ষমতা ও অবকাঠামো পুনর্নির্মাণের মনোযোগ দেবে।
৮ জিবি র্যামের ফোন ৬,০০০ টাকার কমে, পাবেন ১০০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা
তারা আরো বলেন, হামাস গত ৩১ ডিসেম্বরও গাজা থেকে তেল আবিবে রকেট হামলা করেছে। মঙ্গলবারেও (২ জানুয়ারি) তারা ইসরাইলে বেশ কিছু রকেট হামলা করে। এটি এই কথাই প্রমাণ করে যে ইসরাইলের সামরিক অভিযানের পরও হামাস তাদের রকেট ক্ষমতা বজায় রাখতে পেরেছে।
সূত্র : আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।