আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে। হামাসের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে তারা গাজায় পাঁচ হাজার রকেটে ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালিয়েছে। এতে এখন পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। হামাসের হামলার পরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল বাহিনী।
ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলের ১৬ জন সেনা নিহত হয়েছে। এর মাধ্যমে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গতকাল বুধবার মর্টার শেলের আঘাতে একজন রিজার্ভ সেনা নিহত হয়েছেন।
এদিকে জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে লড়াইয়ের বিরতি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিনেসোটায় নির্বাচনী প্রচারণার এক নারীর যুদ্ধবিরতির আহ্বানে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন।
বাইডেন বলেছেন, ‘আমার মনে হয় আমাদের একটি বিরতি দরকার। একটি বিরতির মানে হলো জিম্মিদের মুক্তির জন্য সময় দেওয়া।’ পরবর্তী সময়ে হোয়াইট হাইজের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, প্রেসিডেন্ট মানবিক সহায়তা ও ২৪০ জন জিম্মির ব্যাপারে কথা বলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।