আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে। এই চুক্তির প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা বলেছেন, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে। দোহায় কাতার ও মিসরের মধ্যস্থতায় এই আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের বিদায়ী ও নতুন প্রশাসন এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে।
প্রথম পর্যায়ে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থদের মধ্যে ৩৩ জনকে মুক্তি দেওয়া হবে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন। তবে তাদের মধ্যে কেউ কেউ নিহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, ইরান-সমর্থিত মধ্যপ্রাচ্যের অক্ষশক্তির পতন এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ এই আলোচনার গতি বাড়িয়েছে।
চুক্তির অধীনে ইসরায়েল গাজা উপত্যকার বেশিরভাগ এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে যারা হামাসের সাম্প্রতিক আক্রমণে সরাসরি জড়িত, তাদের মুক্তি দেওয়া হবে না।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, চুক্তি সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছে এবং এটি এই সপ্তাহেই চূড়ান্ত হতে পারে। তবে সময়সীমা নিশ্চিত করা হয়নি।
https://inews.zoombangla.com/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac/
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাইডেন বলেছেন, জিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার মাধ্যমে এই সংকটের সমাধানে আমরা অগ্রসর হচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।