‘হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর বিশ্বের নজরও থাকবে এদিকে’

Advertisement খেলাধুলা ডেস্ক : এক বছর আগে জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেললে সেটা হবে অসাধারণ ব্যাপার। আমি আশাবাদী, আজ হোক, কাল হোক হামজা বাংলাদেশের হয়ে খেলবেই।’ ক্যাবরেরার সেই আশাবাদী হওয়ার বিষয়টি এখন বাস্তবতার কাছাকাছি। হামজা বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন এবং … Continue reading ‘হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর বিশ্বের নজরও থাকবে এদিকে’