জুমবাংলা ডেস্ক : জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার হক সাকিব ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
সাকিবকে চিকিৎসার জন্য জামালপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় শুক্রবার বাদ জুমআ শহরের বড় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় রাজনৈতিক বক্তব্য দেন শামীম আহমেদের কর্মীরা।
মসজিদে রাজনৈতিক বক্তব্য না দিতে অনুরোধ করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে শামীম আহমেদের লোকজন যুবদল নেতা আমান উল্লাহকে মসজিদের ভেতরেই মারধর করে।
এ ঘটনার জেরে শুক্রবার রাতে ভুক্তভোগী আমান উল্লাহর ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সমন্বয়ক শাহরিয়ার সাকিবের ওপর বাসার সামনেই হামলা করে শামীম আহমেদের অনুসারীরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ যুগান্তরকে বলেন, তিনি সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
জনপ্রিয় এক নায়কের সঙ্গে বিছানায় শুতে বলা হয়েছিল, দাবি এই নায়িকার
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।