আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে গির্জায় হামলা চালানো তরুণকে ক্ষমা করেছেন তার ছুরিকাঘাতে আহত বিশপ। তিনি জানান, তিনি সুস্থ আছেন। হামলাকারীর ওপর কোনো ক্ষোভ নেই তার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ১৫ এপ্রিল সিডনির ওয়াকলি শহরতলীতে ‘খ্রিস্ট দ্য গুড শেফার্ড চার্চ’-এ প্রার্থনা চলাকালে কিশোরের হামলায় গির্জার বিশপ এবং পুরোহিত দুজনই আহত হন। এছাড়া গির্জায় প্রার্থনা করতে আসা আরও অন্তত দুই ব্যক্তি ছুরিকাঘাতে আহত হন।
সরকার এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে। এক অডিও বার্তায় বিশপ মার মারি এমানুয়েল সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
হামলা চালানো ১৬ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।
বিশপ এমানুয়েল বলেন, যেই এই কাজটি করে থাকুক না কে আমি সবসময়ই তোমার জন্য প্রার্থনা করি। আর তোমাকে যেই পাঠিয়ে থাকুক না কেন যিশুর নাম নিয়ে আমি তাদের ক্ষমা করে দিচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।