স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশও তাকে খেলানোর ব্যাপারে সদিচ্ছা জানিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা তার স্বপ্ন পূরণের পথে একধাপ এগিয়ে গেলেন। গত জুন মাসে বাংলাদেশি পাসপোর্টের আবেদন করেছিলেন। দুই মাস পর তা হাতে পেলেন।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামজার পাসপোর্ট জমা পড়ে মাসখানেক আগেই। কিন্তু লেস্টারের হয়ে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ততার কারণে বাংলাদেশি পাসপোর্ট নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত শুক্রবার হামজার পক্ষে সেটি গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী।
দেশের গণমাধ্যমকে সন্ধ্যায় এই খবর জানিয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান, ‘আজ লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে হামজার পাসপোর্ট গ্রহণ করেছেন তার মা রাফিয়া চৌধুরী।’ ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কারণে লেস্টারে ব্যস্ত হামজা। এ কারণে তিনি যেতে পারেননি বলে মোরশেদ জানান।
২৬ বছর বয়সী হামজাকে সেপ্টেম্বরের উইন্ডোতেই বাংলাদেশের জার্সিতে খেলানোর চেষ্টা করেছিল বাফুফে। কিন্তু সময় অল্প, তাই তাকে খেলানোর সম্ভাবনা নাকচ করে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তবে নভেম্বরে তাকে খেলানোর সম্ভাবনা প্রবল।
পাসপোর্টের পর আরও প্রক্রিয়া বাকি। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছিলেন বলে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্র লাগবে। তারপর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেতে ফিফার কাছে আবেদন করতে হবে। সবশেষে লাগবে তার ক্লাব লেস্টারের অনুমতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।