জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ বিমান বাহিনীকে আপগ্রেড করা পঞ্চম ও সর্বশেষ হারকিউলিস (১৩০ জে) বিমান হস্তান্তর করেছে যুক্তরাজ্যের মার্শাল কোম্পানি।
সোমবার (২৫ জুন) কেমব্রিজে কোম্পানির সদর দফতরে যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম ও বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানটি হস্তান্তর করেন।
যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ ও ২০১৯ সালে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে পাঁচটি হারকিউলিস বিমান সংগ্রহ করা হয়। ওই বিমানগুলোকে আপগ্রেড করার দায়িত্ব দেওয়া হয় মার্শাল কোম্পানিকে। সোমবার হস্তান্তর করা হয় আপগ্রেড করা পঞ্চম ও শেষ বিমানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।