পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। সানসিল্কের আমন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকায় আসেন। ঢাকায় পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। এরপর থেকেই ভক্তদের কৌতূহল ছিল তাকে নিয়ে।
এ সফরে হানিয়ার সঙ্গে ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তারা দুজন একসঙ্গে রিকশায় ঘুরে বেড়াচ্ছেন এবং গল্প করছেন। আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে হানিয়া বেশ কিছু ছবি তোলেন। সঙ্গে ছিলেন তার টিম, আয়োজক পক্ষ এবং অন্য ইনফ্লুয়েন্সাররা।
এ ছাড়া হানিয়া চিত্রনায়ক নাঈম ও শাবনাজের বড় মেয়ে নামিরা নাঈমের সঙ্গেও আড্ডা দেন। নামিরার পরিচয় জেনে হানিয়া বেশ আনন্দিত হন। সারাদিন ঢাকায় ঘোরাঘুরি করে সন্ধ্যায় পাঁচতারকা হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি ছিলেন হানিয়া। এই আয়োজনে দেশের ভক্তদের সঙ্গে দেখা করেন। ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়েই হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়েছিল ভক্তরা।
এই আয়োজন ছাড়াও আজ সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেন হানিয়া আমির। পাশাপাশি এই সফরে তিনি দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে সেশনে অংশ নেন। যেখানে হানিয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন গালস শাইন প্রোপ্রোজিশন নিয়ে কথা বলেন, যা সবাইকে বেশ অনুপ্রাণিত করে। পরই তিনি পাকিস্তানে ফিরে যান এই তারকা।
হানিয়ার এই সফরের স্মৃতি ও প্রভাব এখনও রয়ে গেছে আলোচনায়।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন হানিয়া। ২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এরপর ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। রোমান্টিক, কমেডি থেকে চরিত্রভিত্তিক সব ধরনের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।
সম্প্রতি ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন হানিয়া। এতে নূর চরিত্রে তার অভিনয় পাকিস্তান ও ভারতে ব্যাপক প্রশংসিত হয়েছে। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হানিয়া, তার ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যা প্রায় ২ কোটি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।