বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অভিনেত্রীর ঢাকায় আসার খবরের পর থেকেই ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করছে তার ভক্তরা। সঙ্গে কিছু মিমসও দেখা যাচ্ছে।
‘আমি চিনিই না হানিয়াকে’, ভাইরাল হওয়া গুজবের জবাব দিয়ে মুখ খুললেন অভিনেতা হাসান মাসুদ

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি পোস্ট, যেখানে দাবি করা হয়, পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশি অভিনেতা হাসান মাসুদকে। ঢাকার শিল্পকলায় অনুষ্ঠিত একটি তারকা মিলনমেলায় এই ঘটনা ঘটেছে।
অভিনেতা জানিয়েছেন বিষয়টি পুরোপুরি গুজব এবং শুধুমাত্র সামাজিক মাধ্যমে তৈরি বিভ্রান্তি।
হাসান মাসুদ বলেন, আমি হানিয়া আমিরকে চিনি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন তা জানি না। ফেসবুকে এই পোস্টটি চোখে পড়েনি, তবে এমন কোনো ঘটনা আমার জানা নেই। ফেসবুকে ভাইরাল হওয়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
জানা যায়, প্রথমে একটি ফেসবুক পেজ মজা করে এই পোস্টটি তৈরি করেছিল। এরপর এটি বিভিন্ন পেজ ও গ্রুপে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই পোস্টটি সত্যি ভেবে শেয়ার করেন, যা ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করে। হাসান মাসুদ বিষয়টিকে ফেক এবং বিব্রতকর হিসেবে উল্লেখ করেছেন।
বাংলাদেশ সফরে হানিয়ার সঙ্গে ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তারা দুজন একসঙ্গে রিকশায় ঘুরে বেড়াচ্ছেন এবং গল্প করছেন। আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে হানিয়া বেশ কিছু ছবি তোলেন। সঙ্গে ছিলেন তার টিম, আয়োজক পক্ষ এবং অন্য ইনফ্লুয়েন্সাররা।
এ ছাড়া হানিয়া চিত্রনায়ক নাঈম ও শাবনাজের বড় মেয়ে নামিরা নাঈমের সঙ্গেও আড্ডা দেন। নামিরার পরিচয় জেনে হানিয়া বেশ আনন্দিত হন।
গতকাল সারাদিন ঢাকায় ঘোরাঘুরি করে সন্ধ্যায় পাঁচতারকা হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি ছিলেন হানিয়া। এই আয়োজনে দেশের ভক্তদের সঙ্গে দেখা করেন। ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়েই হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়েছে ভক্তরা। এই আয়োজন ছাড়াও এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির।
পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী ও মডেল। অভিনয় থেকে স্টাইল– সবখানেই তাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়। ২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় হানিয়ার।
এক দশকে রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়– সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন। পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া আমির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।