বিনোদন ডেস্ক : ২০০৭ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘ওম শান্তি ওম’ এর মাধ্যমেই অভিনয় জগতে খ্যাতি অর্জন করেন দীপিকা পাডুকোন। শান্তিপ্রিয়া চরিত্রে অভিনয় করে রাতারাতি পাকিস্তান, বাংলাদেশসহ বিশ্বব্যাপী তারকাখ্যাতি অর্জন করেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন অন্যতম বলিউড অভিনেতা শাহরুখ খান।
সেই সিনেমার একটি দৃশ্যে দেখা যায় স্টাইলিশ ভঙ্গিতে শান্তিপ্রিয়া গাড়ি থেকে নেমে হেঁটে মঞ্চের দিকে যাচ্ছেন। যার পর মুহুর্তেই দেখা যায়, দীপিকা রেড কার্পেট দিয়ে হেঁটে যাওয়ার সময় শাহরুখ খানের ঘড়িতে তার ওড়না আটকে যায়। এই দৃশ্যটি একটি আইকনিক দৃশ্যে পরিণত হয়েছে। সেই দৃশ্যেরই ‘রিক্রিয়েট’ করেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির।
হানিয়ার ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সোনালি রঙের গাউনে নিজেকে সাজিয়েছেন হানিয়া। শান্তিপ্রিয়ার মতো উৎসুক দর্শকের সামনে আলোর ঝলকানি ছড়িয়ে গাড়ি থেকে নামছেন তিনি। অনুরাগীদের প্রতি উড়ন্ত চুমু দিচ্ছেন হানিয়া।
দীপিকার শান্তিপ্রিয়া চরিত্রের আদলে হানিয়াকে দেখে অনেকে প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আইকনিক’। আরেকজন লিখেছেন, ‘সুপারস্টার’।
হানিয়া আমিরকে বলিউডের সিনেমায় দেখা যাবে কবে, তা নিয়ে আলোচনার শেষ নেই। হানিয়ার অনুরাগীরা তাকে বলিউডের সিনেমায় দেখতে মুখিয়ে আছেন।
বিষয়টি নিয়ে হানিয়া কী বলছেন? বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে করবেন? এমন প্রশ্নের জবাবে এর আগে সাংবাদিকদের তিনি বলেন, ভালো কোনো কাজের প্রস্তাব পেলে বিষয়টি বিবেচনা করে দেখবেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড গড়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এই মুহূর্তে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।
আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন হানিয়া আমির। ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির অভিনীত ধারাবাহিকটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের কাছেও প্রশংসা কুড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।