হেনস্তার অভিযোগে সাজিদ খানের বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

প্রযোজকের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক : বিভিন্ন সময়ে নির্মাতা-অভিনেতা সাজিদ খানের বিরুদ্ধে দশজন নারী হেনস্তার অভিযোগ করেন। সেই সাজিদ খান সালমান খানের ‘বিগবস’-এর মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন। এ নিয়ে প্রতিবাদে সরব ভুক্তভোগীরা। এবার সাজিদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। মুম্বাইয়ের জুহু থানায় এ মামলা দায়ের করেছেন তিনি।

প্রযোজকের বিরুদ্ধে

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে শার্লিন চোপড়া বলেন, ‘সম্প্রতি জুহু থানায় সাজিদ খানের বিরুদ্ধে হেনস্তা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে মামলা দায়ের করেছি।’ এ সময় পুলিশ শার্লিন চোপড়াকে জিজ্ঞাসা করেন, এ ঘটনা কবে ঘটেছে? জবাবে শার্লিন বলেন, ‘২০০৫ সালে।’

এত দেরিতে মামলা দায়ের করার কারণ ব্যাখ্যা করে শার্লিন চোপড়া বলেন—‘সাজিদের মতো এত বড় মাপের মানুষের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ জানানোর মতো সাহস ওই সময়ে ছিল না।’

সাজিদ খানের মুখপাত্র একটি সংবাদমাধ্যমকে বলেন—‘কোন কোন ধারায় মামলা দায়ের হয়েছে তা উল্লেখ করা না গেলেও একজন নারীর সম্মানে আঘাতের অভিযোগের ভিত্তিতে সাজিদ খানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শার্লিন। বিগবসের এই সিজনে এসে সাজিদ নিজের হারানো ইমেজ ফিরে পেতে চাইছেন বলেও দাবি করেছেন শার্লিন। মহিলা কমিশনেও অভিযোগ দায়ের করেছেন তিনি। সাজিদকে বিগবস থেকে বের দেওয়ার আবেদনও জানিয়েছেন শার্লিন।’

কয়েক দিন আগে সাজিদকে বিগবস থেকে বহিষ্কারের দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি পাঠিয়েছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। যে সব অভিনেত্রী-মডেল বিভিন্ন সময়ে সাজিদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছেন তার সম্পূর্ণ একটি তালিকা চিঠিতে উল্লেখ করেছেন স্বাতী।

চিঠিটি স্বাতী তার টুইটারেও পোস্ট করেছেন। তাতে জানা যায়, হেনস্তার শিকার অন্য মডেল- অভিনেত্রীদের নাম। এ তালিকায় রয়েছেন—সালোনি চোপড়া, অহনা কুমার, মন্দনা কারিমি, রানি চ্যাটার্জি, ডিম্পল পল প্রমুখ।

ভিভো ও রিয়েলমি কে টেক্কা দিতে বাজারে হাজির মটোরলার নতুন স্মার্টফোন

এত অভিযোগের পরও সাজিদ খান বিগবসের ঘরে থাকবেন কিনা তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।