লোকালয়ে এসে বিপাকে হনুমান, সেলফির হিড়িকে ক্লান্ত

বিপাকে হনুমান

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে একটি হনুমান পাঁচ দিন ধরে লোকালয়ে ঘুরছে। উৎসুক লোকজনের অত্যাচারে হনুমানটি অস্থির এবং অতিষ্ঠ হয়ে পড়েছে। পাশাপাশি সেলফি তোলার হিড়িকে ভীত হনুমান ক্রমাগত স্থান বদল করতে করতে ক্লান্ত।

বিপাকে হনুমান

মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী হাসান ম্যাগনেট এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাহিরপাড়া-নদীপাড়া এলাকায় একটি হনুমানের দেখা মেলে। হনুমান দেখতে শিশু-কিশোর, নারী-পুরুষ পেছনে পেছনে ছুটছেন। উৎসুক জনতা হনুমানকে কলা-রুটি ছুড়ে দিচ্ছেন। আবার ঢিলও ছুড়ছে কেউ কেউ। এতে হনুমানটি গাছের ডালে ডালে, কখনো ঘরের চালে বসে থাকছে এবং খাবারও খাচ্ছে না।

নাদোসৈয়দপুর গ্রামের নদী পাড়ার কিশোর বাঁধন সরদার (১৫) জানান, অতি উৎসাহী লোকজন হনুমানটির দৃষ্টি আকর্ষণে অবিরত চেষ্টা করছে। এতে প্রাণীটি স্থির থাকতে পারছে না।

অবশেষে রাজকে ডিভোর্স দিলেন পরীমণি

এলাকার শিক্ষক আনোয়ার হোসেন জানান, এলাকা সংলগ্ন হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক। ধারণা করা হচ্ছে বন এলাকা থেকে আসা কোনো ট্রাকের ছাদে হনুমানটি এই এলাকায় এসেছে।

তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, হনুমানকে বিরক্ত করা থেকে বিরত থাকলেই সে চলে যাবে।