বিনোদন ডেস্ক : ভৌতিক চলচ্চিত্রের জগতে অন্যতম সেরা হিসেবেই বিবেচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম চলচ্চিত্র ‘ইনসিডিয়াস’ মুক্তির পরপরই আলোড়ন ফেলে দিয়েছিলো। ভৌতিক জগতের এক হাড় হিম করা গল্পের পাশাপাশি বক্স অফিসেও দাপট দেখিয়েছি সিনেমাটি। এরপর একে একে এসেছে পরের তিনটি সিক্যুয়েল।
প্রতিবারই দর্শকদের ভয়ের মাত্রা বাড়িয়ে হরর জনরার অন্যতম সেরা এক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘দ্য ইনসিডিয়াস’। এবার ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। বুধবার (৭ জুন) প্রকাশ হলো এর চূড়ান্ত ট্রেলার।
সনি পিকচার্স হরর সিক্যুয়েল ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’-এর একটি চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে যা এই বছরের জুলাই মাসে সিনেমার পর্দায় মুক্তি পাবে।
‘ইনসিডিয়াস : দ্য রেড ডোর’ এবার দ্য ফার্দারের ভয়ঙ্কর রাজ্যে ফিরে যাবে। ল্যামবার্ট পরিবারের ভুতুড়ে গল্পের উপসংহারের আভাস দিচ্ছে ট্রেলারটি। দশ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজে ছাত্র। কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার।
বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য। চূড়ান্ত ট্রেলারটি আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখায় যা এই সিরিজের মুল রহস্যঘেরা চরিত্র। চূড়ান্ত ট্রেলারে অতীতের সেই দানবদের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে যারা ল্যাম্বার্ট পরিবারকে তাড়িত করে চলেছে। ভক্তদের জন্য একটি নস্টালজিক এবং ভয়ঙ্কর পরিবেশ উপহার দিতে বদ্ধ পরিকর নির্মাতারা। ট্রেলারে যার আভাস পাওয়া গেছে।
‘ইনসিডিয়াস : দ্য রেড ডোর’ জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম চলচ্চিত্র। এটি প্রথম দুটি চলচ্চিত্র ‘ইনসিডিয়াস’ এবং ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর সরাসরি সিক্যুয়েল। চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। প্রযোজক হিসেবে রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মুল লেখক হানেল, জেসন ব্লুম, জেমস ওয়ান এবং ওরেন পেলি।
‘ইনসিডিয়াস : দ্য রেড ডোর’-এ অভিনয় করেছেন টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর এবং রোজ বাইর্ন। সিনেমাটি ৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে।
সূত্র : দ্য হলিউড নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।