বিনোদন ডেস্ক : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিগ্রী অর্জন করার পর তিনি সরাসরি অভিনয়ের দিকে পা বাড়িয়েছিলেন। এই মুহূর্তে ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি রিয়ালিটি শো হয়ে উঠেছে দা কপিল শর্মা শো। এইসবের জনপ্রিয়তা এতটাই বেশি যে এই অনুষ্ঠানের প্রতিটি চরিত্র ভারতে হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয়। এই অনুষ্ঠানে সব থেকে বড় ভূমিকা গ্রহণ করে এই অনুষ্ঠানের চরিত্রগুলি।
কপিল শর্মার থেকেও বড় অবদান এই সমস্ত চরিত্রগুলির থাকে। আর এই অনুষ্ঠানের সব থেকে জনপ্রিয় কয়েকটি চরিত্রের মধ্যে একটি হলেও চন্দু চায়ওয়ালা। তার কমিক টাইমিং এবং তার সেন্স অফ হিউমার এতটাই ভালো যে সকলের কাছে তিনি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছেন। আজকে আমরা তার ব্যক্তিগত জীবন নিয়েই করব আলোচনা।
আপনাদের জানিয়ে রাখি চন্দন প্রভাকর কিন্তু নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রথম থেকেই অভিনেতা হওয়ার একটা ইচ্ছা তার মধ্যে ছিল। কিন্তু কখনো তেমন ভাবে সেই ইচ্ছা প্রকাশ পায়নি। কলেজ লাইফের পড়াশোনা শেষ করে তিনি সিদ্ধান্ত নেন সাধারণ চাকরি তিনি করবেন না বরং তিনি নিজের প্যাশনকে ফলো করবেন এবং হবেন অভিনেতা। যেমন ভাবা ঠিক তেমনি কাজ, পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিগ্রি নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান চন্দন প্রভাকর।
তার এই সফরে তিনি সাথে পেয়েছিলেন তার বন্ধু কপিল শর্মা কে। আপনাদের জানিয়ে রাখি চন্দন প্রভাকর এবং কপিল শর্মা কিন্তু ছোটবেলা থেকেই একে অপরের বন্ধু। দুজনের মধ্যে একটা ভালো বোঝাপড়া রয়েছে। প্রথম থেকেই চন্দনের মধ্যে একটা অভিনেতা হওয়ার প্রবণতা ছিল। তবে টিভিতে আসার জন্য তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। দি গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ থেকে শুরু হয়েছিল চন্দনের জার্নি। এই শেষ হবার পর কপিল শর্মা শোতে তিনি চন্দু চাওয়ালার ভূমিকায় অভিনয় শুরু করেন। সূত্র থেকে জানা যায়, তিনি নাকি একটি এপিসোড করার জন্য ৮ লক্ষ টাকা নিয়ে থাকেন।
আরো একটা বিষয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে চর্চার মধ্যে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি ব্যক্তিগত জীবনে চন্দন প্রভাকর কিন্তু একজন পারিবারিক মানুষ। বছর কয়েক আগে তার বিবাহ হয়েছিল নন্দিনী খান্নার সঙ্গে। তবে, লাইমলাইট থেকে অনেকটা দূরে থাকলেও নন্দিনী কিন্তু সৌন্দর্যের দিক থেকে বলিউডের কোন অভিনেত্রী থেকে কম যান না। ২০১৭ সালে তাদের দুজনের একটি কন্যা সন্তান হয়। সবকিছু মিলিয়ে তারা দুজনে এখন একটি সুখী গৃহকোণ তৈরি করে ফেলেছেন নিজেদের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।