স্পোর্টস ডেস্ক : খুব কাছে গিয়েও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। পরাজয়টা মাত্র ৫ রানে। এমন একটা ম্যাচ শেষে হয়তো অনেক বাংলাদেশি সমর্থক চোখের জল ফেলেছেন। চোখ দিয়ে জল ঝরেছে পেসার তাসকিন আহমেদেরও। ম্যাচ শেষে প্যাভিলিয়নে ডুকরে ডুকরে ‘কেঁদেছেন’ তিনি।
এই কান্না, এই আবেগ হয়তো তাসকিন বলেই। এ ম্যাচেই যে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। ৪ ওভারে কোনো উইকেট নিতে না পারলেও খরচ করেছেন মোটে ১৫ রান। পরে ব্যাট হাতেও ৭ বলে করেছেন ১২ রান। ম্যাচ শেষ হওয়ার আগপর্যন্ত ক্রিজেও ছিলেন তিনি। কিন্তু টিম ইন্ডিয়ার বিপক্ষে বিশ্বকাপে জয়ের স্বাদটা আর নেয়া হয়নি। নিজের সবটুকু ম্যাচে দিয়েছেন তাসকিন, সে কারণেই বোধহয় আবেগটা ধরে রাখতে পারেননি তিনি।
‘হৃদয়ভাঙা হার’ বলে একটা কথা আছে না? ভারতের সঙ্গে তেমনটিই কি ঘটেছে? অ্যাডিলেডে লিটন দাশের উড়ন্ত সূচনা, বৃষ্টি, এরপর জয়ের খুব কাছে গিয়েও ৫ রানের হার বাংলাদেশের। এমন একটা ম্যাচ হেরে তাসকিনরা চোখে জল ফেলবেন, সেটা কি অস্বাভাবিক? হয়তো না। বাংলাদেশের এমন হৃদয়ভাঙার গল্পও অবশ্য কম না।
অতীতে বহুবার ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ। ২০১৬ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ১১ রান দরকার ছিল টাইগারদের। তিন বল শেষে লক্ষ্যটা দাঁড়ায় মাত্র ২। এরপর টানা তিন বলে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম আউট হন, একটি রানও তুলতে পারেনি বাংলাদেশ। ফলাফল এক রানে হার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।