বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ১০৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল হারানোর ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এর ফলস্বরূপ গত বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
হারানো ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন।
মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলনকক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবীসহ থানার অন্যান্য কর্মকর্তা।
পুলিশ সূত্র জানায়, গত এক বছরে পল্টন মডেল থানা পুলিশ ৬০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে, যা নগর পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রমের একটি উল্লেখযোগ্য সাফল্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


