রাশিয়ান সুন্দরীর সঙ্গে ডেটিংয়ে হার্দিক পান্ডিয়া!

স্পোর্টস ডেস্ক : হার্দিক পান্ডিয়া লাইমলাইট থেকে সরছেনই না। তাঁকে নিয়ে আলোচনা কম নয়, বেড়ে চলেছে। হার্দিক ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন হবেন কিনা, তা নিয়ে চর্চা চলছে একদিকে। পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জোর আলোচনা হচ্ছে। তারই মাঝে হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচ দেশ ছাড়লেন। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ব্যগ পত্র গোছানোর ছবিও দিয়েছেন। এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ছেলে অগস্ত্যকেও সঙ্গে নিয়ে সার্বিয়া যাচ্ছেন নাতাশা। এরপর থেকে হার্দিক-নাতাশার বিচ্ছেদের গুঞ্জন আরও জোরাল হয়েছে। এ বার হার্দিকের সঙ্গে এক সুন্দরীর ছবি ভাইরাল হয়েছে। তাঁর পর থেকে গুঞ্জন শুরু হয়েছে যে সার্বিয়ান নাতাশা এখন হার্দিকের ‘প্রাক্তন।’ তাঁর জীবনে এন্ট্রি হয়েছে রাশিয়ান সুন্দরীর!

আসলে সোশ্যাল মিডিয়ায় হার্দিকের সঙ্গে এক রাশিয়ান সুন্দরীর ছবি ভাইরাল হয়েছে। ইন্সটাগ্রামে কয়েকদিন আগে এলিনা তুতেজা হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছিলেন। সেটিই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সকলেই বলাবলি করছেন সার্বিয়ান স্ত্রী নাতাশা স্তানকোভিচ এখন হার্দিকের জীবনে অতীত। বরং তাঁর মনে জায়গা করে নিয়েছেন রাশিয়ান সুন্দরী।

কে এই এলিনা তুতেজা? আসলে এলিনা তুতেজা হলেন এক সার্বিয়ান মডেল। ১৯৯৩ সালে তাঁর জন্ম। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। ৩ জুলাই তিনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে ২টি ছবি শেয়ার করেন। এবং তিন নম্বর ছবিতে ছিল ভারতীয় ক্রিকেটারদের বিশ্বজয়ের সেলিব্রেশনের একটি ছবি। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভারত যখন তাঁদের চ্যাম্পিয়নদের নিয়ে গর্ব করছে, তখন আমি ঠিক করেছি তাঁদের মধ্যে একজনের সঙ্গে আমি নিজের শুটের কিছু অংশ মনে করাই। BODY X ব্র্যান্ড প্রিন্টের শুটের ছবি এগুলো। দলের সঙ্গে হার্দিক পান্ডিয়াও আমাদের গর্বিত করেছেন।’

নেটিজ়েনদের অনেকেই হার্দিক ও এলিনার ছবি দেখে ভেবেছেন, তাঁরা ডেটিং করছেন। কিন্তু আসলে তাঁদের ওই ছবিগুলি বিজ্ঞাপনের অংশ ছিল। এলিনা তুতেজা ও হার্দিক পান্ডিয়ার ছবি দেখে বোঝাই যায় তা অনেক দিনের পুরনো।