জুমবাংলা ডেস্ক : ১৬ দিন আগে হারিয়ে যাওয়া মিম (১০) নামের শিশুকে বুধবার (১১ সেপ্টেম্বর -২০২৪) লিডোর প্রতিনিধি ঢাকা রেলওয়ে থানার ৫৩৯নং জিডির মাধ্যমে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। মিম বগুড়ার মদনাই ফকির পাড়া, তালোড়া, কাহালু থানার দিনমজুর মোঃ মঞ্জুরুল ইসলামের মেয়ে।
লিডোর সমাজকর্মী মোঃ মাসুদ জানান গত ১/৯/২৪ তারিখে শিশু মিমকে কমলাপুর রেলস্টেশনে একজন মধ্যবয়স্ক নারী এবং পুরুষের সাথে দেখেন লিডোর সমাজকর্মীরা । লিডোর সমাজকর্মীদের কাছে বিষয়টি সন্দেহ জনক মনে হলে,তারা মিমের সাথে কথা বলে কথা বলে জানতে পারে যে, মিম বগুড়া থেকে রাগ করে ঢাকার কমলাপুরে চলে আসে।
কমলাপুরে আসার পর এই দুইজন ব্যক্তির সাথে তার দেখা হয় ,তারা মিম কে কাজের প্রলোভন দেখিয়ে কুমিল্লা নিয়ে যেতে চায়, লিডোর সমাজকর্মীরা উক্ত ব্যক্তিদের সাথে কথা বললে তারা বলেন মেয়ে টিকে তারা কুমিল্লা নিয়ে কাজে দিয়ে দিবেন, কিন্তু লিডোর সমাজকর্মীরা বলেন মেয়ে টিকে ঢাকা রেলওয়ে থানায় দিয়ে আসতে, কিন্তু তারা কোনো ভাবে ই মেয়ে টিকে তাদের হাত ছাড়া করতে চাচ্ছিলো না। তাদের কোনো ভাবে বুঝাতে না পেরে লিডোর সমাজকর্মীরা ঢাকা রেলওয়ে থানার পুলিশের সহায়তায় নিয়ে মেয়েটিকে কাউন্সিলিং করে তার নিরাপত্তা নিশ্চিত করন এবং পরিবার খোঁজার জন্য ১/৯/২৪ তারিখে ঢাকা রেলওয়ে থানার ২৪ নং জিডির মাধ্যমে উদ্ধার করে লিডো সেতুবন্ধন শেল্টার কমলাপুরে সাময়িক আশ্রয় প্রদান করে।
শিশুটির পরিবার ও তার বাবা জানায় মিম রাগ করে ২৬/৮/২৪ তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, আমরা মিম কে বগুড়া রাজশাহীর বিভিন্ন স্থানে খুঁজি মাইকিং করি , সমস্ত আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি খুঁজি। তারপরও মিমের কোনো সন্ধান না পেয়ে ২৭/৮/২৪ তারিখে কাহালু থানায় একটি নিখোঁজ জিডি করি যাহার জিডি নাম্বার ১০১৩।
গত কাল লিডো থেকে জানতে পারি , মিম ঢাকার মুগদা তাদের আশ্রয় কেন্দ্রে হেফাজতে আছে। আজ ১১/৯/২৪ তারিখে ঢাকা রেলওয়ে থানার পুলিশের সহায়তায় লিডো আমাদের মেয়ে কে আমাদের বুকে ফিরিয়ে দেয়। আমরা অনেক আনন্দিত আমাদের আদরের সন্তান কে বুকে ফিরে পেয়ে।
উল্লেখ্য, লিডো একটি অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা যা শিশু উন্নয়ন ও অধিকার বাস্তবায়নে এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনক্রমে ২০০০ সাল থেকে কাজ করে যাচ্ছে। সংস্থাটি মূলত পথশিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে বিভিন্ন কর্মকান্ড যেমন- ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পথশিশুদের উদ্ধার, হারিয়ে যাওয়া শিশুদের পরিবার খুঁজে পরিবারের কাছে হস্তান্তর,পুনর্বাসন, পথস্কুল পরিচালনা, মোবাইল স্কুল পরিচালনা, পথপরিবার ও শিশুদের অর্থনৈতিক সহযোগিতা করে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।