বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লঞ্চ হতে এখনও বাকি বেশ কিছু দিন। তার আগেই ফাঁস হয়ে গেল বহু প্রতীক্ষিত Harley-Davidson X440 বাইকের ছবি। নতুন বাইক ঘিরে এরইমধ্যে উৎসাহ দেখা গিয়েছে মোটর-বাইক প্রেমীদের মধ্যে। আর তা হওয়াটাই স্বাভাবিক। অবশেষে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসতে চলেছে এই জনপ্রিয় কোম্পানির মোটরসাইকেল।
মোটরসাইকেলের বাজারে হার্লে-ডেভিডসনের নাম শোনেনি এমন মানুষ নেই বললেই চলে। পৃথিবীর একাধিক দেশে দাপিয়ে বেড়ায় এই কোম্পানির বাইক। যা চড়া স্বপ্ন সত্যি হওয়ার চেয়ে কিছু কম না। কিন্তু সাধারণ মানুষের কাছে মূলত পথের কাঁটা হয়ে দাঁড়ায় দাম।
এতদিন এই প্রিমিয়াম মোটরবাইকের দাম শুনেই ঘুম উড়ে যেত সবার। তবে এবার দামের জন্য হার্লে-ডেভিডসন বাইক চড়ার স্বপ্ন পূরণ বিফলে যাবে না। সম্প্রতি মোটরসাইকেলটির বুকিংও চালু করে দেওয়া হয়েছে। বুকিং করার জন্য টোকেন মূল্য রয়েছে 25,000 টাকা।
নিও-রেট্রো ডিজাইনের সঙ্গে আসতে চলেছে X440। মিলবে 440 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক 20 হর্সপাওয়ার এবং 27 এনএম টর্ক তৈরি করতে পারবে বলে জানানো হয়েছে।
হাই-পারফরম্যান্স বাইকের জন্যই তো পরিচিত হার্লে-ডেভিডসন। এ ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম হবে না। ব্রেকিংয়ের জন্য দু চাকাতেই থাকবে ডিসকাউন্ট ব্রেক এবং অ্যান্টি চ্যানেল ব্রেকিং সিস্টেম (ABS)।
জুলাই ম্যাসে 3 তারিখে আনুষ্ঠানিক বাইকের ঘোষণা করবে হার্লে-ডেভিডসন এবং হিরো মটোকর্প। ভারতে বাইকটির উৎপাদন ও সেলস পরবর্তী পরিষেবার দায়িত্বে থাকবে হিরো। আর ডিজাইন ও ডেভেলপমেন্টের দায়িত্ব সামলাবে হার্লে-ডেভিডসন।
দাম কমানোর লক্ষ্যে নতুন বাইকে বেল্ট ড্রাইভ সিস্টেম দিতে পারে সংস্থাটি। তবে চেইন ড্রাইভ সিস্টেম যে মোটরসাইকেলের দীর্ঘায়ুর জন্য বেশি ভালো তা অস্বীকার করা যায়না। যাই হোক নতুন বাইক নিয়ে ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেছে হার্লে-ডেভিডসন।
বাজারে রয়্যাল এনফিল্ড-কে সবথেকে বেশি চাপে ফেলতে পারে এই বাইক। বিশেষ করে ক্লাসিক, হান্টার, মিটিওর ইত্যাদি মোটরসাইকেলগুলি চাপের মুখে পড়তে পারে। এ ছাড়া হন্ডা সিবি ক্যাফে রেসার, জাওয়া 42, ইয়েজদি এবং টিভিএস রোনিনের মতো বাইকও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে।
এখনও পর্যন্ত বাইকের অফিশিয়াল দাম সম্পর্কে কোনো তথ্য জারি করেনি হার্লে-ডেভিডসন অথবা হিরো মটোকর্প। তবে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে দাম থাকতে পারে বাইকের। এই দাম এবং বাইকের পারফরম্যান্সের উপর বিচার করে বাইকটি কেমন সাফল্য পায় তা দেখার বিষয় হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।