বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মোটরবাইক প্রেমীদের কাছে স্বপ্নের গাড়ি হল হার্লে ডেভিডসনের নানা মডেলের বাইক। আর বাইক প্রেমীদের কথা মাথায় রেখে সম্প্রতি হার্লে ডেভিডসন তার সবচেয়ে সাশ্রয়ী মোটরসাইকেল X440-এর মূল্য আরও কমিয়ে দিল। জানা গিয়েছে, এই অফারটি মিড-স্পেক ভিভিড ভেরিয়েন্টে উপলব্ধ থাকবে ১৫ অগস্ট পর্যন্ত। গ্রাহকরা স্বাধীনতা দিবস উপলক্ষে সীমিত সময়ের জন্য বাইকটির ভিভিড ভেরিয়েন্টে এই ছাড় পাবেন। সংস্থা সূত্রে খবর, মিড-স্পেক হার্লে-ডেভিডসন X440-এর দাম ১৫,০০০ টাকা ছাড় দেওয়ার পর ২.৪৫ লক্ষ টাকা।
X440 মডেলটি হার্লের ক্লাসিক HD XR1200 থেকে ডিজাইনের অনুপ্রেরণা নিয়ে তৈরী হয়েছে। এই বাইকটির বৃত্তাকার হেডল্যাম্প, অফসেট কনসোল, বক্সি ফুয়েল ট্যাঙ্ক, এবং শক্তিশালী গ্র্যাব রেল সহ বর্ধিত টেল সেকশনের সাথে একটি দুর্দান্ত স্বতন্ত্র লুক দেয়। বাইকটিতে আছে ফুল-এলইডি আলো, ডুয়াল-চ্যানেল ABS, ব্লু-টুথ সংযোগ সহ একটি ডিজিটাল কনসোল, একটি USB চার্জিং পোর্ট এবং একটি সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফাংশন। বাইকটি চারশো চল্লিশ সিসি এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন দ্বারা চালিত যা ২৭ হর্স-পাওয়ার শক্তি এবং ৩৮ nm টর্ক প্রদান করে, যা ৫ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত।
ভারতীয় বাজারে দাম এই বাইকটির মূল্য ২.৩৯ লক্ষ থেকে ২.৭৯ লক্ষ টাকা। রয়্যাল এনফিল্ড ৩৫০, ট্রামফ স্পিড ৪০০ ও হন্ডা সিবি ৩৫০ বাইকগুলি হল হার্লের এই বাইকটির বিশেষ প্রতিদ্বন্দ্বী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।