হুয়াওয়ে এর নিজস্ব অপারেটিং সিস্টেম বিশ্বব্যাপী ’Harmony OS’ নামে পরিচিত। কোম্পানিটি নিয়মিত তাদের সিস্টেমকে আপগ্রেড করছে। বর্তমানে এখানে এরকম দুর্দান্ত ফিচার যোগ করা হয়েছে যা আইওএস এবং অ্যান্ড্রয়েড সিস্টেমে নেই।
হারমনি অপারেটিং সিস্টেমের নতুন আপগ্রেড টেস্ট করে দেখা হচ্ছে। তাই এটি এখনও বিশ্বব্যাপী রিলিজ করা হয়নি। নতুন আপগ্রেড সিস্টেমকে বলা হচ্ছে হারমনি ওএস ৩.১।
Huawei P60 সিরিজে নতুন হারমনি অপারেটিং সিস্টেম যোগ করা হতে পারে। নতুন মোবাইলের সিরিজ মার্কেটে আসার আগেই হারমনি সিস্টেমের নতুন আপডেট পুরোপুরি তৈরি হয়ে যাবে।
হারমনি অপারেটিং সিস্টেমের অধিকাংশ ফিচারের ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় না। বর্তমানে এটির ২ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। কোম্পানি তাদের নতুন আপডেট নিয়ে বেশ আশাবাদী।
নতুন আপডেটের কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তুলে ধরা হচ্ছে:
১. সবথেকে গুরুত্বপূর্ণ আপগ্রেড হচ্ছে সকল অ্যাপ্লিকেশন এখন দ্রুত চালু হবে এবং বন্ধ হবে। অ্যাপ্লিকেশনের অন্তর্ভুক্ত সকল কাজ দ্রুত প্রসেসিং করা হবে। এ সময় এখন আগের থেকে অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে।
২. বিভিন্ন দিক থেকে ইউজার এক্সপিরিয়েন্স অপটিমাইজ করা হয়েছে। নোটিফিকেশন সেন্টারে নতুন স্পেশাল এফেক্ট যোগ করা হয়েছে। অডিও কন্ট্রোল, উইন্ডোজ সাইজ অ্যাডজাস্টমেন্টের মত ফিচার আপনি পেয়ে যাবেন।
৩. উইন্ডো রোটেশনের বিষয়টি আগে থেকে ইমপ্রুভ করা হয়েছে। এখন আপনি স্ক্রিনে মাল্টিপল ইন্টারফেস উপভোগ করতে পারবেন।
৪. হারমনি অপারেটিং সিস্টেমের ৩.১ ভার্সনে নতুন ক্যামেরা সেটিং যোগ করা হয়েছে। পাশাপাশি আপনি এটির প্রিভিউ ফিচার উপভোগ করতে পারবেন।
ব্যবহারকারীর অভিজ্ঞতাকে পুরোপুরি পরিবর্তন করে দিতে সক্ষম হুয়াওয়ে এর নতুন আপডেট। নতুন অপারেটিং সিস্টেমটি আগের থেকেও সাবলীল হয়েছে। হারমনি অপারেটিং সিস্টেমের চতুর্থ ভার্সনটি নতুন ইনোভেশনের সূচনা করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।