বিনোদন ডেস্ক : এই সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত সংগীত তারকা হ্যারি স্টাইলস। সম্প্রতি জিতেছেন বছরের অন্যতম সম্মানিত পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড ও ব্রিট অ্যাওয়ার্ড। বছরের অন্যান্য সংগীত পুরস্কারেও রাজত্ব ছিল হ্যারির। সম্প্রতি নিজের ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় কনসার্টে রয়েছেন এই তারকা। পার্থে প্রথম কনসার্টে দর্শক মাতিয়েছেন হ্যারি। তবে সেখানে জন্ম দিয়েছেন এক বিতর্কেরও!
কনসার্টে গায়ক তার জুতা থেকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় একটি ব্র্যান্ডের মদ পান করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন ভক্তদের মাঝে। গান চলাকালীন নিজের একটি জুতা খুলে সেটিতে মদ নেন হ্যারি। তারপর বিনা সংকোচে সেটি পান করে ফেলেন!
সম্প্রতি হ্যারির সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যাচ্ছে, হ্যারি কনসার্ট চলাকালীন হঠাৎ দর্শকদের উদ্দেশে বলে ওঠেন, ‘আমরা কি জুতা দিয়ে পানীয় পান করতে পারি? নাকি এটি নিয়মের বিরুদ্ধে?’ এরপর নিজের জুতা থেকে পানীয় পান করেন হ্যারি।
অস্ট্রেলিয়ায় এ ধরনের উদযাপন দীর্ঘদিন ধরেই চলে আসছে। মূলত ‘ফর্মুলা ১’-এর তারকা ড্রাইভার ড্যানিয়েল রিকিয়ার্ডোর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই ঐতিহ্য অনুসরণ করলেন হ্যারিও। যদিও এই কাজ করার পর তিনি বলেছেন যে এটি সবচেয়ে জঘন্য ঐতিহ্যগুলোর মধ্যে একটি!
এদিকে হ্যারির সেই ভিডিও ক্লিপটি টুইটারে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। হ্যারিভক্তরা তারকার কাণ্ডে হতবাক। একজন ভক্ত মন্তব্য করে বলেছেন, ‘কেন হ্যারি কেন?’ অপর একজন টুইটার ব্যবহারকারী টুইট করেছেন, ‘কেন আমাকে এটা দেখতে হলো?’ অন্য একজন লিখেছেন, ‘কী জঘন্য! হ্যারিকে এভাবে দেখতে চাইনি।’
তবে হ্যারির এই কাণ্ডে অনেক ভক্ত অবশ্য প্রশংসাও করেছেন। একজন অনুরাগী বলেছেন, ‘আমি পছন্দ করি যে যারা অস্ট্রেলিয়ার নয়, তারাও এটি করছে। এটি আমাদের জন্য একটি সাধারণ মদ্যপানের অভ্যাস।’ অপর একজন টুইট করে লিখেছেন, ‘এটি আক্ষরিক অর্থে একটি অস্ট্রেলিয়ান ঐতিহ্য। স্বাচ্ছন্দ্যে করুন। অন্য শিল্পীরা আগেও এটা করেছে।’ হ্যারির সমর্থনে অন্য একজন অনুরাগী লিখেছেন, ‘আমি আসলে বিষয়টি পছন্দ করেছি, কিভাবে তিনি এই জায়গাগুলোতে এই ছোট ছোট জিনিসগুলো করেন যাতে তার ভক্তদের ভালো লাগে। তিনি কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং কতটা মজাদার, সেটি করে দেখিয়েছেন সব সময়।’
হ্যারি স্টাইলস গত সপ্তাহে ব্রিট অ্যাওয়ার্ডে পারফরম্যান্স করার পরপরই অস্ট্রেলিয়ায় পারফর্ম করেছেন। এ বছর ব্রিট অ্যাওয়ার্ডে তিনি চারটি পুরস্কার জিতেছেন। বছরের সেরা গান, সেরা অ্যালবাম, সেরা শিল্পী এবং সেরা পপ/আরঅ্যান্ডবি মনোনীত হয়েছিলেন হ্যারি এবং সবগুলো ক্যাটাগরিতেই বিজয়ী হন। এর আগে গ্র্যামি বিজয় করেন এই ব্রিটিশ তারকা।
সূত্র : পেজ সিক্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।