আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক আরও ক্ষীণ হয়ে এল হ্যারি ও মেগানের। যুক্তরাজ্যে থাকার সময় হ্যারি-মেগান দম্পতি ফ্রগমোর কটেজে বসবাস করতেন। বাড়িটি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের উইন্ডসর প্যালেসের ভেতরে অবস্থিত। এটি খালি করে দিতে বলা হয়েছে।
রাজা চার্লস তার ভাই প্রিন্স অ্যান্ড্রুকে এই ফ্রগমোর কটেজে থাকার প্রস্তাব দিয়েছেন বলে হ্যারি-মেগানকে সেটি খালি করার নির্দেশ দেয়া হয়।
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ফ্রগমোর কটেজটি হ্যারিকে উপহার দিয়েছিলেন। জানুয়ারিতে প্রিন্স হ্যারি লেখা স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশ পেয়েছে। এতে হ্যারি তার বড় ভাই ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম, বাবা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তার ও তার স্ত্রীর নানা দ্বন্দ্ব নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন হ্যারি।
এ ছাড়া নেটফ্লিক্সে তাদের নিয়ে তথ্যচিত্র এবং টেলিভিশনে দেয়া হ্যারি-মেগান দম্পতির বেশ কয়েকটি সাক্ষাৎকার নিয়েও বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল। এসবের পরিপ্রেক্ষিতেই রাজা চার্লস এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে। রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।