বিনোদন ডেস্ক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শনিবার (০১ এপ্রিল) বিকেলে সেখানে ডিএমপির ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। আলোচনা শেষে হিরো আলমকে ইফতার সামগ্রী উপহার দেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম।
এতে দেখা যায়, ডিবি প্রধানের থেকে উপহার সামগ্রী গ্রহণ করছেন হিরো আলম। পরে সাংবাদিকদের জানান, দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে ধরতে তিনি গোয়েন্দা পুলিশকে তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতা করবেন। ডিবির তদন্তে তাকে ডাকা হলে তিনি আসবেন।
আরাভ খান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমি আইনকে শ্রদ্ধা করি। আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করব। আরাভের বিষয়টি যেহেতু তারা (ডিবি) তদন্ত করছে, যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেব। আজকেও এই বিষয়ে কিছু কথাবার্তা হয়েছে।’
https://fb.watch/jEh0GxJtLz/
আরাভ পুলিশ হত্যা মামলার আসামি বিষয়টি না জানার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে ডিবি থেকে আগে কিছু জানানো হয়নি। আমি আরাভের দাওয়াতেই দুবাই গিয়েছিলাম। তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে আমি সহযোগিতা করব। তারা আমাকে ডাকলে আমি আসব। সে (আরাভ) যদি আসামি হয়ে থাকে, তাহলে তাকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব। তাই তদন্তের প্রয়োজনে ডাকলে আমি আসব।’
হিরো আলম আরও বলেন, ‘ডিবিতে আমাকে ডাকা হয়নি। আপনারা দেখছেন চলচ্চিত্রের কিছু লোকজন আমাকে নিয়ে অকথ্য ভাষায় নানা ধরনের কথা বলছে। আগে আমাকে কেউ বকা দিলেও প্রতিবাদ করতাম না। কিন্তু চলচ্চিত্রের কিছু পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী আমার বিরুদ্ধে নানা ধরনের কথা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ নিয়ে এসেছি। এছাড়া আমার ফেসবুক ও ইউটিউবের কিছু কন্টেন্ট কিছু ব্যক্তি নিজের কন্টেন্ট বলে লাইসেন্স করে নিয়েছে। তারা এখন আমার চ্যানেলে স্ট্রাইক ও রিপোর্ট করছে। সব মিলিয়ে আমি নিজেই এসেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।