আন্তর্জাতিক ডেস্ক : রাতের আকাশ এক বিরল মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে চলেছে। ২৫ এপ্রিল ভোর হওয়ার ঠিক আগে, আকাশের দিকে তাকালেই দেখা যাবে এক অভূতপূর্ব দৃশ্য। আকাশ যেন হেসে উঠবে—একদম স্পষ্ট ‘স্মাইলি’র মতো!
চাঁদের হাসি এবার বাস্তবে রূপ নিতে চলেছে। কবিদের কল্পনার সেই চাঁদের হাসি এবার রাতের আকাশে ধরা দেবে চোখের সামনে। আধুনিক জীবনের ‘স্মাইলি’ ইমোজির মতো হাসিতে ভরে উঠবে আকাশ।
এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে হলে তাকাতে হবে পূর্ব দিগন্তের দিকে, ঠিক ভোর হওয়ার আগেই। যদি আকাশ পরিষ্কার থাকে, তবে খালি চোখেই এই বিরল দৃশ্য দেখা সম্ভব হবে।
এই “আকাশের হাসি” তৈরির জন্য একসঙ্গে যুক্ত হবে শুক্রগ্রহ, শনিগ্রহ এবং এক ফালি চাঁদ। শুক্র ও শনিগ্রহ এমনভাবে অবস্থান নেবে যেন মনে হবে আকাশে দুটি চোখ। আর সেই চোখ দুটির নিচে থাকবে এক ফালি চাঁদ—যা হবে একদম মানুষের ঠোঁটের মতো।
ফলে চোখ ও ঠোঁট মিলিয়ে আকাশে তৈরি হবে এক হাসিমুখ, যা সত্যিই একটি মহাজাগতিক বিস্ময়। এই দৃশ্য খালি চোখেই দেখা গেলেও, টেলিস্কোপ বা বাইনোকুলারের সাহায্যে আরও পরিষ্কারভাবে উপভোগ করা যাবে।
একই রাতে আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটবে—লিরিড উল্কাবৃষ্টি বা Lyrid Meteor Shower। এটি যখন সর্বোচ্চ পর্যায়ে থাকবে, তখনই পূর্ব দিগন্তে উঠবে সেই হাসিমাখা চাঁদ। যদিও দৃশ্যটি খুবই অল্প সময়ের জন্য দেখা যাবে।
বিশ্বের সব প্রান্ত থেকেই এই দৃশ্য দেখা যাবে, যদি আকাশ পরিষ্কার থাকে। তাই প্রকৃতির এই বিরল সৌন্দর্য উপভোগ করার সুযোগ যেন কেউ না হারায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।