আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগরের তলদেশে এক অভূতপূর্ব বিয়ের আয়োজন করে অনলাইনে ভাইরাল হয়েছেন হাসান আবু আল-ওলা ও ইয়াসমিন দফতারদার। পানির নিচে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তাঁরা নিজেদের বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলেছেন।
ডাইভিংয়ে আগ্রহী এই জুটি তাঁদের বিয়ের জন্য সমুদ্রের তলদেশকে বেছে নেন। লোহিত সাগরের স্বচ্ছ পানির নিচে মনোরম কোরালপ্রাচীরের মাঝে বিয়ে করেন তাঁরা। সৌদি আরবের স্থানীয় একটি ডাইভিং দল, নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন ফয়সাল, এই অনন্য আয়োজন সফল করতে সহযোগিতা করেছেন।
বিয়ের পর হাসান বলেন, “এটা ছিল সত্যিই এক বিস্ময়কর অভিজ্ঞতা। আমরা যখন প্রস্তুত হচ্ছিলাম, তখন ক্যাপ্টেন ফয়সাল ও তাঁর দল আমাদের জানালেন যে, সমুদ্রের নিচে তাঁরা আমাদের বিয়ের উদ্যাপন করার পরিকল্পনা করেছেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যায় পড়তে হয়নি, এবং উদ্যাপন সুষ্ঠুভাবে হয়েছে।”
হাসান ও ইয়াসমিনের এই ব্যতিক্রমী বিয়ের গল্প অনলাইনে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এমন একটি দুঃসাহসিক উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে অনেক দম্পতি এখন পানির নিচে বিয়ের আয়োজন নিয়ে আগ্রহী হচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।