স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নতুন এক ইতিহাস লেখা হলো। বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডবুকে নিজের নাম লেখালেন পেসার হাসান মাহমুদ।
শনিবার টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট নিয়ে নতুন এক উচ্চতায় পা রাখেন হাসান। টেস্ট অভিষেকের বছরেই রেকর্ডের মালিক হলেন তিনি।
ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের কীর্তি এখন তার। শনিবার টেস্টের ২য় দিনের প্রথম ওভারেই উইকেট এনে দেন তিনি। জশুয়া ডা সিলভাকে আউট করে নতুন রেকর্ডের মালিক হন হাসান মাহমুদ।
এটি ছিল ২৪তম উইকেট। তার পথ ধরে ভাঙেন ১৬ বছরের রেকর্ড। পেছনে ফেলেন পেসার শাহাদাত হোসেনকে। ২০০৮ সালে ৯ টেস্টের ১৪ ইনিংসে ২৩ উইকেট নেন শাহাদাত।
২০২৪ সালে ৮ টেস্টের ১৩ ইনিংসে হাসানের উইকেট দাঁড়াল ২৫টি। বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ২০ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে আর দুজনের।
এর আগে ২০২২ সালে ইবাদত হোসেন ৮ টেস্টের ১৪ ইনিংসে নেন ২১ উইকেট। সৈয়দ খালেদ আহমেদ ২০২২ সালে ৮ টেস্টের ১৫ ইনিংসে তুলেন ২০ উইকেট। তবে বাংলাদেশ ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে টেস্টে সবচেয়ে বেশি উইকেটশিকারী স্পিনার তাইজুল ইসলাম। ২০১৮ সালে ৭ টেস্টে শিকার করেন ৪৩ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।