জুমবাংলা ডেস্ক : হাসানুল হক ইনু। জাতীয়ভাবে হেভিওয়েট নেতা। তার দল জাসদ হলেও নির্বাচন করেছেন নৌকা প্রতীকে।
কুষ্টিয়া-২ আসনের তিনবারেরর সংসদ সদস্য তিনি। তাকে ২৩ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।
কামারুল আরেফিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আশির দশক থেকে। শুরুতে ছাত্রলীগ, এরপর যুবলীগ করেছেন।
তিনি মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে ভোট করার জন্য তিনি মিরপুর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন।
তিনি প্রথম নির্বাচনে অংশ নেন ২০১১ সালে। সেটা ছিলো ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সেবার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে হন উপজেলা চেয়ারম্যান।
এরপর থেকেই স্থানীয় রাজনীতিতে তার সক্রিয়তা আরো বাড়ে। ২০১৮ সালে আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে ভেতরে ভেতরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন।
হাসানুল হক ইনু নৌকার প্রার্থী হলেও আওয়ামী লীগের অনেকেই সক্রিয় ছিলেন কামারুল আরেফিনের পক্ষে।
সংসদ সদস্যের লড়াইয়ে কামারুল আরেফিন এবারই প্রথম। নিজ এলাকার বাইরে তার সেভাবে পরিচিতিও ছিলো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।