টালিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন শনিবার সকালে রায়গঞ্জের মঞ্চ অনুষ্ঠানে পৌঁছানোর পথে ট্রেনে ভ্রমণ ভক্তদের নজর কাড়লেন। বিলাসবহুল গাড়ি বা আরামদায়ক বিমান সফর ছেড়ে কেন হঠাৎ ট্রেন? জানা গেছে, এটি ছিল কোনও ছুটি বা শুটিং নয়, বরং অনুষ্ঠানেই হাজির হওয়ার উদ্দেশ্যে।

সকাল সকালেই ট্রেনকে আনন্দের চক্রে পরিণত করলেন অঙ্কুশ। রোটেটিং সিটে বসে শিশুসুলভ আনন্দে ভেসে চলেছেন নায়ক। কখনও জানলার দিকে ঘুরে যাচ্ছেন, কখনও আবার ক্যামেরার দিকে নজর রাখছেন। যদিও ঐন্দ্রিলা কড়াভাবে শাসন করেও অঙ্কুশকে থামানো গেল না।
দীর্ঘ এক দশক ধরে প্রেম করছেন এই জুটি। একসঙ্গে একাধিক ছবি করেছেন তারা। শিগগিরই মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’, যা সরস্বতী পুজোর সময় বড় পর্দায় আসবে। ছবিটি পরিচালনা করেছেন বলিউড খ্যাত পরিচালক দম্পতি সুমিত–সাহিল।
রায়গঞ্জের মঞ্চেও দর্শকদের মাতিয়ে রাখলেন অঙ্কুশ–ঐন্দ্রিলা। সুপারহিট গানে নেচে উঠলেন অঙ্কুশ, আর দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়লেন। ঐন্দ্রিলাও সমানভাবে উপস্থিত ছিলেন এবং দর্শকদের মন জয় করলেন।
অঙ্কুশ জানান, আমার শুরুটা ছিল অ্যাকশন ও কমেডি কেন্দ্রীক ছবির মাধ্যমে। এবার পরিবারের জন্য রঙিন গল্প নিয়ে আসছি। ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর ঘোষণা দিতে পেরে আমি খুব খুশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



