শেখ হাসিনার পদত্যাগের পর ফেসবুকে যা বলছেন ক্রিকেটাররা

Sports

জুমবাংলা ডেস্ক : প্রায় সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আর দেশত্যাগ করার আগে ক্ষমতা হস্তান্তর করে যান তিনি। এরপরই ঢাকা পরিণত হয় উৎসবের নগরীতে। গণভবন কিংবা সংসদ ভবনে প্রবেশ করেছে আনন্দমুখর জনতা।

Sports

সাধারণ এই জনতার আনন্দ উৎসবের আমেজ দেখা গিয়েছে দেশের ক্রিকেটারদের মধ্যেও। জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ স্বাধীন।’ ইংরেজিতে লেখা সেই স্ট্যাটাসে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রিকেট ভক্তরা। লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম।

জাতীয় দলের আশেপাশেই আছেন আফিফ হোসেন ধ্রুব। সরকার পতনের পরেই সম্মান জানিয়েছেন ছাত্রদের সম্মিলিত শক্তিকে। স্যালুটের ইমোজির পাশাপাশি ব্যবহার করেছেন বাংলাদেশের পতাকাও। আনন্দের রেশ দেখা গিয়েছে আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পোস্টে। লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, স্বাধীন। জাতীয় পতাকার সঙ্গে লিখেছেন শুভ বিজয়।’

বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক চৌধুরীকেও দেখা গিয়েছে আনন্দ উদযাপন করতে। লিখেছেন, ‘বিজয়ের আনন্দে ভাসছে দেশ। আলহামদুলিল্লাহ।’

এদিকে শেখ হাসিনার পতনের দিনে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন পেসার রুবেল হোসেন। নিজের বাবা হওয়ার আনন্দ আর সরকার পতনের আনন্দে উল্লাস করতে দেখা গেছে তাকে। সন্তান স্বাধীন দেশে জন্ম নিয়েছেন বলে মন্তব্য করেছেন ডানহাতি এই পেসার।

বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠকে বসল ভারত সরকার

সোমবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন রুবেল। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’