জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আজই আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছে প্রসিকিউশন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষ এই সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড চেয়ে আপিল বিভাগে আবেদন করবে বলে জানিয়েছে।
সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি লিখেছেন, “শেখ হাসিনা আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আজ প্রসিকিউশন আপিল বিভাগে আপিল দায়ের করবে।”
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। ওই রায়ে শেখ হাসিনাকে দুটি পৃথক সাজা দেওয়া হয়। একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং অপর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের সাজাটি অপরাধের মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে প্রসিকিউশন। এ কারণে ওই সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড আরোপের দাবিতে আপিল করা হচ্ছে।
দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে
প্রসিকিউশনের এই আপিলের ফলে মামলাটি এখন আপিল বিভাগের বিচারাধীন হবে। আপিল শুনানির সময়সূচি ও পরবর্তী কার্যক্রম আপিল বিভাগ থেকে নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



