বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে গোরস্তানে পাঠিয়েছেন।

বুধবার বিকালে নরসিংদীর মাধবদীতে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, সমাজে যারা চাঁদাবাজি করে, মানুষের মাঝে অরাজকতা তৈরি করে, নদীর বালি ও অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না।
বিএনপির জেলা কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে রিজভী আরো বলেন, সমাজের যারা সজ্জন ব্যক্তি, যারা ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক এবং কৃষক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে।
হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা রাজত্ব করেছেন৷ তারা বিএনপির সদস্য হতে পারবে না উল্লেখ করে দলটির কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, সমাজবিরোধীরা দলে যোগ দিতে না পারলে ৯০ শতাংশ মানুষই বিএনপির পতাকাতলে আসবে।
‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



