আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আলোচনা হয়েছে। বৃহস্পতিবার এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধের কোনো জবাব দেয়নি ভারত।
রাজ্যসভার সদস্য ডা. জন বৃত্তাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশ কি শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, এর কারণ কী, এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কী?
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার আগে করা অপরাধের অভিযোগে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হয়েছে। তবে এখনো ভারত সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ব্যবস্থা নিতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “আমরা আমাদের অবস্থান স্পষ্টভাবে ভারতকে জানিয়েছি। আমরা বলেছি, আমরা তাকে (শেখ হাসিনা) বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চাই।”
এছাড়া, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শেখ হাসিনা ও অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তির আওতায় সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
Vivo T3x 5G: কমমূল্যে 6000mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরার দুর্দান্ত ফোন
তিনি আরও বলেন, “মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যাদের বিচার চলছে, আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।