জুমবাংলা ডেস্ক : শাহবাগে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে আগামী জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা করা হবে বললেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তাদের বুঝাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আসলেও তাকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলকারীরা।
রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগে চিকিৎসকদের কথা বলতে আসেন হাসনাত আবদুল্লাহ।
তিনি চিকিৎসকদের বলেন, আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হবে। এসময় সরকারকে সহযোগিতা করারা আহ্বান জানান তিনি।
তবে চিকিৎসকরা তার আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কম মূল্যে দুর্দান্ত ফিচার, বাজার কাঁপাচ্ছে Nokia 7610 Pro Max
এর আগে সরকার এক প্রজ্ঞাপনে ভাতা ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা বাড়ান। তবে তা না মেনে সড়কে অবরোধ করে রাখায় আজ জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা ভাতা করা হবে বলে জানিয়েছে সরকার। তবে তাতে মানতে নারাজ ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।