জুমবাংলা ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী বলেছেন, হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন-তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা উচিত হয়নি। আমরা মনে করি, এটা শিষ্টাচারবহির্ভূত কাজ হয়েছে। এর পাশাপাশি সেনাবাহিনীসহ যারা রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন তারা যেন এটা না করেন। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবেন।
সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা যে দাবিটি তুলেছি তা হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, ইতোমধ্যে সারা বিশ্বে এটা প্রমাণিত যে, আওয়ামী লীগ সরকার গণহত্যা চালিয়েছে। বাংলাদেশের রাজপথ এখনো রক্তাক্ত। বিভিন্ন স্থানে আহতরা এখনো কাতরাচ্ছে। গত ৬ মাস ধরে আমাদের আন্দোলন চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের আগে আমরা ঘরে ফিরব না।
আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে আন্তর্জাতিক চাপ রয়েছে। তবুও প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছে এনসিপি। সেই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও নিবন্ধন বাতিল ইস্যুতে যারা বাধা তৈরি করছে তাদের সঙ্গে আমাদের লাড়াই চলবে। আমরা এই লড়াই থেকে একটুও পিছপা হব না।
ইফতার ও দোয়া মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতা, জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।