Advertisement
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। পরিবারের পক্ষ থেকে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। কয়েক দিন ধরে বেশ অসুস্থই ছিলেন অভিনেতা। গত ৮ নভেম্বর তার শারীরিক অবস্থা বেশ সংকটজনক হয়।

শ্বাসকষ্ট শুরু হয় অভিনেতার। এরপর দ্রুত তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, তার ফুসফুসে সংক্রমণ রয়েছে। হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে।
পারিবারিক সূত্রে ভারতীয় গণমাধ্যমের খবর, বর্তমানে সুস্থ রয়েছেন অভিনেতা। শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ৯০ বছরে পা রাখেন প্রেম চোপড়া। বলিউডে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ হলেও তার অভিনয় সিনেপড়ুয়াদের জন্য ব্যাকরণসম।
তাকে সর্বশেষ রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



