বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমীকে হয়রানি করেন জায়েদ খান, এমন অভিযোগে জায়েদকে চড় মারেন নায়িকার স্বামী ওমর সানী। এই ঘটনাকে ঘিরে কয়েকদিন ধরে বেশ উত্তাল সিনেমাপাড়া। গত ১৩ জুন সানির অভিযোগের বিপক্ষে গিয়ে মৌসুমী সংবাদমাধ্যমে অডিও বার্তা দেন।
সেখানে ওমর সানির সব অভিযোগ অস্বীকার করে জায়েদের পক্ষে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী।
এরপর গণমাধ্যমে মুখ খুলেন সানি-মৌসুমীর পুত্র ফারদিন। তিনি দাবি করেন, তার বাবার অভিযোগ সত্য। জায়েদ খান তার মাকে হয়রানি করেন। শুধু তাই নয়, তাদের ব্যবসার মধ্যেও ঝামেলা করেন জায়েদ খান। তবে এসব বিতর্ক ও আলোচনা ভুলে আবারও এক হলেন সানি-মৌসুমী। জায়েদ ইস্যুতে তাদের ২৭ বছরের সংসার ভাঙার যে গুঞ্জন উঠেছিল তা এখানেই সমাপ্তি ঘটছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওমর সানি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় সানি-মৌসুমীকে। ছবির ক্যাপশনে সানি লেখেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’
এরপর শুক্রবার আরও একটি ভিডিও শেয়ার করেন এই চিত্রনায়ক। যেখানে স্ত্রী মৌসুমীকে খুব হাস্যজ্জল দেখা যায়। ভিডিওতে উপস্থিত দেখা যায়, তার পরিবারের আরও সদস্যদেরকেও। সকলেই ছিলেন বেশ উৎফুল্ল।
ওই ভিডিওটি ধারণ করে ফেসবুকে শেয়ার করেছিলেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি মৌসুমী-ওমর সানীর পরিবারের জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে। ফেসবুকে ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন, ‘জীবন সিনেমার পর্দা নয়, যা তিন ঘণ্টায় শেষ হয়ে যায়।
জীবন যদি গল্পনির্ভর সিনেমা হতো তবে এমনভাবে সাজিয়ে নেয়া যেতো যে, আমরা কেউ মানুষ নই-মহামানব হয়ে যেতাম । এই সোনালী পর্দার মানুষগুলো রক্তে মাংসে গড়া, আপনার আমার মতো তাদেরও ব্যাক্তিজীবন রাগ, অভিমান আছে। কেউ ভুলের উর্ধে নয়। ’
মুন্নী বলেন, ‘অথচ সেই ছোট ভুলগুলোকে এতো বড় ভুলে রুপান্তরিত করা অন্যায় । মৌসুমী-ওমর সানী বা তাঁর পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের আঁচ হয়তো আন্দাজ করা মুশকিল।
তবে বিশ্বাস করুন আপনাদের ভালোবাসার মৌসুমী ওমরসানী ভালো থাকতে চায় – আপনাদের ভালোবাসে- আপনাদের অনুভুতি জাগানো এ মানুষগুলো আপনাদের ভালোবাসার জায়গায় বাঁচতে চায়।’ কণ্ঠশিল্পী আরো বলেন, ‘ওরা ভালো আছে – ভালো থাকতে চায় – এভাবেই হাসতে চায়। আপনারা শুধু ওদের এবং ওদের পরিবারের জন্য দোয়া করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।