লাইফস্টাইল ডেস্ক : যে সমস্ত জিনিস আমাদের শরীরে অত্যন্ত ফ্যাশনেবল দেখায় তার মধ্যে অন্যতম হলো হাতের আংটি। সোনা, রুপো থেকে শুরু করে নানান ধরনের আংটি কিন্তু আমরা কম বেশি হাতে পড়ে থাকি। এমনকি বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে সংক্রান্ত সবকিছুতেই কিন্তু আংটি বদলের রীতি প্রচলিত রয়েছে। তবে এই আংটি পড়তে গিয়ে অনেক মানুষ কিন্তু একটি সমস্যায় প্রায়শই ভুগে থাকেন।
কোন কারনে হাতের আঙ্গুল মোটা হয়ে গেলে আংটি কিন্তু তাতে আটকে যায় আর বের করা যায় না। এই অবস্থায় কিভাবে আপনারা এই আংটিকে বের করে আনবেন? কারণ দীর্ঘ সময় পর্যন্ত এই আংটি হাতে থেকে গেলে কিন্তু রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে অত্যন্ত টাইট হয়ে যাওয়ার কারণে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি অভিনব পদ্ধতির কথা আলোচনা করতে চলেছি যাতে খুব সহজেই আপনারা মিনিট খানেক সময়ের মধ্যে এই আংটি হাতে আটকে গেলে খুলে নিতে পারবেন। চলুন তাহলে দেরি না করে স্টেপ বাই স্টেপ এই আংটি কিভাবে খুলবেন সেই সম্পর্কে আলোচনা করা যাক। এই পদ্ধতিতে আংটি হাত থেকে খোলার জন্য আমাদের প্রয়োজন হবে একটি দেশলাই কাঠি এবং সরু সুতো।
১) প্রথমেই দেশলাই কাঠিটিকে একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর যতটা সম্ভব পাতলা করে কাটা যায় কেটে নিতে হবে।
২) তারপর যে সরু সুতোটি নিয়েছিলেন তা দেশলাই কাঠির মধ্যে ধীরে ধীরে পেচিয়ে নিতে হবে। বেশ কয়েকটা প্যাঁচ দেওয়ার পর হাতে থাকা আংটির মধ্যে ওই দেশলাইয়ের সরু কাঠিটিকে আস্তে করে ঢুকিয়ে দিন। যাতে করে অপর দিক থেকে আংটি সহ সুতোটি বেরিয়ে আসে।
৩) এবারে ওই সুতোটি কে নিয়ে আংটির উপরের অংশে ভালো করে প্যাচ দিয়ে দিতে হবে। এভাবে প্যাঁচ দিয়ে দিলে যখন আংটি অপর দিক থেকে সুতোটি টানবেন তখন কিন্তু খুলে যাবে। এই কাজটি কিন্তু আপনারা নিজের হাতে করার চেষ্টা করবেন কারণ অন্য কেউ করে দিলে আপনার হাতে ব্যাথা লাগার বিপদ রয়েছে।
৪) সবশেষে আংটির ভেতর দিয়ে ঢুকিয়ে দেয়া সুতার মাথাটা ধরে টান দিয়ে প্যাচ খুলতে থাকুন। দেখবেন প্যাচের সাথে আংটিও খুলে আসবে। এই কাজে আপনারা মোটা সুতো ব্যবহার করতেও পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেশলাই কাঠি ব্যবহার করার প্রয়োজন হবে না। তবে আংটি যদি খুব বেশি আটকে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মোটা সুতো আংটির ভেতর দিয়ে কোনভাবেই প্রবেশ করানো যাবে না এতে আপনার হাতে ব্যথা লাগতে পারে।
আমাদের আজকের এই বিশেষ টিপসটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ছোটখাটো টিপস সম্পর্কে জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলির উপর নজর রাখতে পারেন। পাশাপাশি এই সম্বন্ধে আপনাদের নিজস্ব কোন টিপস জানা থাকলে তা আমাদের পাঠকদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করে নিতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।