হাত দিয়ে বুক ঢাকলেন, খোলামেলা পোশাক পড়ে ঝর তুললেন উরফি

উরফি

বিনোদন ডেস্ক : উর্ফি জাভেদ নামের সমার্থক হয়ে দাঁড়িয়েছে বোল্ড ফটোশ্যুট। প্রতিদিনই তিনি খবরের শিরোনামে উঠে আসেন শুধুমাত্র তাঁর পোশাকের জন্য। তবে এবার সব মাত্রা অতিক্রম করে ফেললেন অভিনেত্রী।

উরফি

পোশাক বলতে শুধু অন্তর্বাস, তাও উন্মুক্ত বক্ষযুগল। হাত দিয়ে ঢেকেছেন স্তন, গায়ে জড়িয়েছেন মোটা দড়ি। গায়ে পোশাক না থাকলেও পরনে ছিল জাঙ্ক জুয়েলারি, নাকে নথ ও মাথার খোপায় একগুচ্ছ গোলাপ। ফটোশ্যুটের সেই ভিডিয়ো তিনি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। কেউ তাঁর শরীরী আবেদনে মুগ্ধ কেউ আবার নিন্দায় সরব।

কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘তোমার কী জামাকাপড় নেই’, ‘আর কত নিচে নামবে?’ কেউ আবার লিখেছেন, ‘অবিলম্বে এই প্রোফাইল রিপোর্ট করে বন্ধ করানো উচিত’, ‘আমাদের দেশ বদলাচ্ছে’। উর্ফি ফ্যাশন সেন্স দেখে রীতিমতো বিরক্ত নেটিজেনরা। ফ্যাশনের নামে অশ্লীল ভিডিয়ো পোস্ট করছেন অভিনেত্রী, অভিযোগ জানিয়েছেন নেটিজেনদের একাংশ। তবে ৮ ঘণ্টায় এই ভিডিয়ো দেখে নিয়েছেন ১ লক্ষ ৫৮ হাজার নেটিজেন, সেই পোস্টে মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৮ হাজার মানুষ।

প্রসঙ্গত, সম্প্রতি কফি উইথ করণে এসে রণবীর সিং বলেন যে, কোনও পোশাক রিপিট করা উর্ফি জাভেদের কাছে দুঃস্বপ্ন। কারণ উর্ফিই নয়া ফ্যাশন আইকন। রণবীরের কথায় কিছুটা সম্মতিও জানান করণ জোহর। আবার অন্যদিকে ফ্যাশনের কারণেই বিতর্কে পড়েন উর্ফি।

সম্প্রতি স্লাটশেমের মুখে পড়েছিলেন অভিনেত্রী, তবে সেটা নতুন কিছু নয় উর্ফির জন্য। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩৩ লক্ষ। প্রায়ই খোলামেলা পোশাকে ছবি শেয়ার করেন তিনি। তাঁর ইউএসপি হয়ে দাঁড়িয়েছে তাঁর সেনস্যুয়াল আউটফিট। উর্ফি আগেই জানিয়েছেন যে তিনি নিজেই তাঁর পোশাক ডিজাইন করেন।

সম্প্রতি ঈদে সেরকমই নিজের ডিজাইন করা একটি ব্লাউজ পরে বিপাকে পড়েছিলেন উর্ফি। শাড়ির সঙ্গে যে ব্লাউজ উর্ফি পরেছিলেন তাতে অভিনেত্রীর বক্ষবিভাজিকা সুস্পষ্ট।

বৃষ্টিতে নষ্ট হয়েছে কোটি টাকার মাছ

ঈদের মতো পবিত্র দিনে কেন এই ধরনের ব্লাউজ পরেছেন উর্ফি, জোর তরজা শুরু হয় নেটদুনিয়ায়। সমালোচনা ও আলোচনায় বিদ্ধ হন অভিনেত্রী। তাঁকে স্লাটশেম করতেও পিছপা হয়নি নেটিজেনদের একাংশ।