আন্তর্জাতিক ডেস্ক : হাত বেঁধে সাঁতার কাটা বেশ কঠিন। আর সেটি যদি হয় সাগরে! বেশ অসাধ্যই। তবে সেটিই বাস্তবে করে দেখিয়েছেন মিসরের সাঁতারু সেহাব আলম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মিসরের এই সাঁতারু হাতকড়া পরে ৭.২৪ মাইল (প্রায় ১১ কিলোমিটার) সাঁতার কেটেছেন। আরব উপসাগরের ঢেউ ভেঙে এই দূরত্ব সাঁতরেছেন তিনি।
আর এরমাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে ফেলেছেন সেহাব আলম। গিনেস কর্তৃপক্ষের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, হাতকড়া পরে রেকর্ডভাঙা সাত মাইল সাঁতরে নিজেকে ‘’সুপারহিরোর” মতো মনে হচ্ছে আলমের। এর আগে হাতকড়া পরে সাঁতার কাটার রেকর্ড ছিল মার্কিন নাগরিক বেনজামিন কাতজম্যানের।
২০২১ সালে ৫.৩৫ মাইল সাঁতরেছিলেন তিনি। কিন্তু আলম প্রায় এর দেড় গুণ দূরত্ব সাঁতরে পার হলেন। এই রেকর্ড করতে সময় নিয়েছেন প্রায় ছয় ঘণ্টা।
আলম বলেন, “হাতকড়া পরে সাঁতারের প্রশিক্ষণের সময় তিনি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন।”
তিনি বলেন, “এমন উৎসুক জনতার ভিড় এড়াতে তুলনামূলক শান্ত ও নিরিবিলি জায়গায় সাঁতার কাটতাম। যেখানে সৈকত শেষ, সেখানে সাঁতার কাটতাম। তবে এরপরও অনেকেই চোখ বড় বড় করে তাকাতেন।” এবার নিজের রেকর্ড ভাঙার চিন্তাভাবনা করছেন আলম।
তিনি আশা করেন, একটা সময় তিনি নিজের রেকর্ড ভাঙতে সক্ষম হবেন। এ জন্য নিজের কৌশল আরও শাণিত করার চেষ্টায় রয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।