হাতকড়া পরে বাইক চালাচ্ছেন আসামি, পেছনে বসা পুলিশ

Police

আন্তর্জাতিক ডেস্ক : হাতকড়া পরে মোটরসাইকেল চালাচ্ছেন আসামি, আর পেছনে বসে আছেন পুলিশ কনস্টেবল! এ যেন রীতিমতো বলিউড সিনেমার কোনো দৃশ্য! অবিশ্বাস্য হলেও সত্যি, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মেনপুরির একটি রাস্তায় এমন দৃশ্যই দেখা গেছে।

Police

দৃশ্যটি মোবাইলফোনের ক্যামেরায় ধারণ করেছেন প্রাইভেটকারের এক যাত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) শেয়ার করার পরপরই ভিডিওটি নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল ঐ ভিডিওটিতে দেখা গেছে, মোটরসাইকেলের চালকের সিটে হেলমেট ছাড়াই বসে আছেন আসামি। আর পেছনে হেলমেট পরে বসে আছেন পুলিশ কনস্টেবল। দুজনকে মেনপুরির রাস্তায় দেখা গেছে। একটি লম্বা দড়ি চালকের হাত থেকে পেছনে বসা কনস্টেবলের হাতে বাঁধা দেখা যায়।

দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ কনস্টেবল নাকি ঠাণ্ডায় মোটরসাইকেল চালাতে পারছিলেন না। এ কারণে আসামিকে চালানোর দায়িত্ব দেন। পাশ দিয়ে যাওয়ার সময় এক প্রাইভেটকারের যাত্রী এই দৃশ্যের ভিডিও ধারণ করেন।

ভিডিওটির শুরুতে একটি বাইক রাস্তা দিয়ে যেতে দেখা যায়, যেখানে একটি দড়ি চালকের হাত থেকে পেছনের সিটে থাকা কনস্টেবলের হাতে বাঁধা অবস্থায় ঝুলছে। গাড়িটি বাইকের কাছে আসার সঙ্গে সঙ্গে বোঝা যায় যে, চালক হাতকড়া পরে আছেন।

অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে মেনপুরি পুলিশ ঘটনাটি স্বীকার করে এক্সে বক্তব্য দিয়েছে।

এক রাতের সুখের জন্য যা করতে হয় এই অভিনেত্রীর

হিন্দিতে দেওয়া ঐ পোস্টে বলা হয়েছে, এ বিষয়ে তদন্ত করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।