হাতাহাতি, চুলোচুলির জন্য বিখ্যাত ছিল তার টক শো

জেরি স্প্রিংগার

বিনোদন ডেস্ক : মারা গেলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় টেলিভিশন টক শো উপস্থাপক জেরি স্প্রিংগার। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় নিজ বাড়িতেই মৃত্যু হয় এই সঞ্চালকের। বয়স হয়েছিল ৭৯ বছর।

জেরি স্প্রিংগার

১৯৯১ সাল থেকে প্রায় তিন দশক (২০১৮) ‘দ্য জেরি স্প্রিংগার শো’ নামক জনপ্রিয় তথা বহুল বিতর্কিত অনুষ্ঠানে পরিচালনা করেছেন এই উপস্থাপক। তার শো-তে হাতাহাতি থেকে চুলোচুলি কিছুই বাদ থাকত না। এমনকি চেয়ার ছোড়াছুড়ির ঘটনার পর্যন্ত সাক্ষী থেকেছে দর্শক।

এদিন স্প্রিংগারের ম্যানেজার জানান, ‘বাড়িতেই শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়েছে জেরির’। পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘মানুষের মন বুঝত জেরি, সেটাই ওর সাফল্যের একমাত্র চাবিকাঠি। রাজনীতি হোক বা টেলিভিশন টক শো সবেতেই সফল জেরি। তার চলে যাওয়াটা এক অপূরণীয় শূন্যস্থান তৈরি করেছে। এটা আমাদের ব্যক্তিগত ক্ষতি, তবে স্মৃতি রয়েছে যাবে। ওর রসবোধ আমরা হৃদয়ে গেঁথে রাখব’।

আমিরাতে পরীক্ষা ছাড়াই গাড়ি চালাতে পারবেন ৪৩ দেশের প্রবাসীরা

‘দ্য জেরি স্প্রিংগার শো’-এর ২৭টি সিজন সঞ্চালনার পাশাপাশি সিনসিনাটির মেয়র হিসাবেও দায়িত্ব পালন করেছেন জেরি স্প্রিংগার। এই শো নিয়ে সমালোচনা কম হয়নি। অনেকেই এই শো-এর পাশে ‘অসভ্য়’, ‘জঞ্জাল’ তকমা জুড়ে দিয়েছে তাতে পরোয়া করেননি স্প্রিংগার।