স্পোর্টস ডেস্ক : দেশের প্রায় অধিকাংশের অভিযোগ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে। অন্যদিকে লঙ্কান এই কোচের অভিযোগ বাংলাদেশ ক্রিকেটের নানাদিক নিয়ে। বিশ্বকাপের পর থেকে অনেকটা চুপচাপই ছিলেন টাইগার ক্রিকেটের কোচ। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি।
বাংলাদেশের ক্রিকেট কাঠামো আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেন অভিযোগের ঝুলি খুলে বসেছিলেন হাথুরুসিংহে। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এমন সব কথা বলেছেন কোচ।
হাথুরুর এমন কথায় খানিকটা বিরক্তই হয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, এই জিনিসগুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই যাচ্ছি। গেলে এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারব।
এরপর তিনি বলেন, অনেক সময় হয় কী, ইনফরমেশন যদি সঠিক না জানা যায়, তাহলে ভুল তথ্য পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকমের। জিনিস একেকজন একেকভাবে দেখে।
পাপন আরো বলেন, ওখানে কাকে দোষ করছে, কেন তার মনে হচ্ছে দেখতে ইচ্ছা করছে না, টেলিভিশন অফ করে দিচ্ছি বা এরকম কথাবার্তা। সেটা বলার পিছনে কারণ কী, সেটার পেছনের কারণ আমার জানার দরকার। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য বলা সহজ হয়।
বিসিবি সভাপতি যোগ করেন, কোন একটা জিনিস যদি না দেখি, তাহলে এভাবে বলা কঠিন। প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব। এটা প্রথম কথা। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।
আম্রপালি ও নিরাহুয়ার বেডরুম ভিডিও দেখে নিয়ন্ত্রণ হারাবেন আপনিও
ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে পাপন বলেন, এছাড়া সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যাই হোক- ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।