অসুস্থ হয়ে পড়েছেন হাথুরুসিংহে

হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে পুনেতে ভারতের সঙ্গে হারের পর এখন মুম্বাইয়ে বাংলাদেশ দল। জয়ের খোঁজে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে তারা। সেখানে দুইদিন বিশ্রাম শেষে রোববার (২২ অক্টোবর) থেকে অনুশীলন করছে সাকিব বাহিনী।

হাথুরুসিংহে

এদিন শঙ্কা উড়িয়ে অনুশীলনে চোটাক্রান্ত সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ উপস্থিত থাকলে সেখানে দলীয় অনুশীলনে ছিলেন না টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে ওয়াংখেড়েতে নেই লঙ্কান এ কোচ।

স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হয় এ অনুশীলন। তবে সেখানে দেখা মেলেনি হাথুরুর। এরপর টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমামও বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঠিক কি শারীরিক সমস্যায় ভুগছেন কড়া এই হেডমাস্টার, তা এখনও জানা যায়নি। আপাতত টিম হোটেলেই বিশ্রাম নিচ্ছেন তিনি।

হাথুরু না থাকায় সহকারী কোচ নিক পোথাসের তত্ত্ববধানে অনুশীলন করেছে টাইগাররা। প্রধান কোচ ছাড়া বাকি সব কোচিং স্টাফই সেখানে উপস্থিত ছিলেন।

ফুটবল অনুশীলনের মাধ্যমে এদিন অনুশীলন শুরু করেন লিটন-হৃদয়রা। দুই দলে ভাগ হয়ে সেখানে অনুশীলনে নেমেছেন তারা। এদিন শুরু থেকেই লিটন দাস ও শেখ মেহেদীকে ব্যাটিং করতে দেখা গেছে। অন্যদিকে ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

তবে এদিন বল হাতে তাসকিনকে দেখা যায়নি। তাই মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি থাকছেন না, তা বলাই যায়।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচেই পুরো বোলিং কোটা পূরণ করতে পারেননি তাসকিন। আফগানিস্তানের বিপক্ষে ৬ ওভারের বেশি বল ঘোরানো হয়নি তাসকিনের। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ এবং তৃতীয় ম্যাচে ৮ ওভার বোলিং করেন তিনি। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে একাদশেই ছিলেন না তিনি।

জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন : ওবায়দুল কাদের

এদিকে কাঁধের এমআরআই করানো হয়েছে। তবে সেই রিপোর্টের ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছুই জানায়নি বিসিবি।

অন্যদিকে এখনও সাকিবের চোটের বিষয়েও কিছুই জানায়নি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একাদশে ফিরছেন সাকিব।